গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো: সম্রাট আলী আকবর (২২) নামে জেএমআই ইন্ডাস্ট্রিজের এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিটিকান্দি পলি কেবল এর সামনে কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: সম্রাট আলী আকবর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শহিদ উল্লাহর ছেলে। তিনি ভিটিকান্দি এলাকায় অবস্থিত হাসপাতালের পন্য উৎপাদনকারী জেএমআই ইন্ডাস্ট্রিজ কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মত বাসা থেকে বের হয়ে জেএমআই ইন্ডাস্ট্রিজে যাওয়ার পথিমধ্যে ভিটিকান্দি পলি কেবলের সামনে রাস্তা পার হতে গেলে কুমিল্লাগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন। রাস্তা পারা পারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো: সম্রাট আলী আকবর ঘটনাস্থলে নিহত হয়। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি। বর্তমানে মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে।