গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় লরি ও বাইসাইকেল সংঘর্ষে জানে আলম (২১) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জানে আলম উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে বড় ভাটেরচর গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
শনিবার (১৭ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রীজে উপরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, শনিবার সকালে জানে আলম সোনারগাঁও তার কর্মস্থল থেকে ফিরার পথে মেঘনা ব্রিজ অতিক্রম করার সময় কুমিল্লাগামী অজ্ঞাত একটি লরি ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী জানে আলম গুরতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেয়ামত শুকরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।