গজারিয়ায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৪ AM, ০৩ ফেব্রুয়ারী ২০২৩

মুন্সিগঞ্জে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জি এম রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইয়াছমিন আক্তার, আরও উপস্হিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মায়েদা আজাদ, এছাড়াও টংগিবাড়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কিমভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন জনাব মায়েদা আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার, গজারিয়া, মুন্সিগঞ্জ। তিনি বই পড়ার গুরূত্ব ও প্রোগ্রামের জন্য সকলকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করেছেন।

বিশেষ অতিথি গজারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব ইয়াছমিন আক্তার রিডিং হ্যাবিট গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তিনি বলেন নিয়মিত বই পড়ে জ্ঞান বিকশিত করতে হবে। এরই সাথে ছাত্রদের ইন্টারনেটে সময়ক্ষেপন কমিয়ে বই পড়া বৃদ্ধি করতে বলেন।

অতঃপর কর্মশালার প্রধান অতিথি সহকারী কমিশনার, (ভূমি) গজারিয়া জনাব জি এম রাশেদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন সরকার চায় কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে। ২০৪১ সালে বাংলাদেশের উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য সকলকে বই পড়া আবশ্যক বলে মন্তব্য করেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের পাশাপাশি প্রতিষ্ঠান পর্যায়ে বই পড়া চালিয়ে যেতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে বলেন। তিনি মাদ্রাসায় বই পড়া কার্যক্রমের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উদ্বুদ্ধকরণ কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন জনাব মারুফ হোসেন, টিম ম্যানেজার, বিশ্বসাহিত্য কেন্দ্র।

উদ্বুদ্ধকরণ কর্মশালায় উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন জনাব মারুফ হোসেন, টিম ম্যানেজার, বিশ্বসাহিত্য কেন্দ্র। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মো. আবেদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিশ্বসাহিত্য কেন্দ্র। এছাড়াও শিক্ষার সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মো: জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গজারিয়া উপজেলা। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বব্যাপি কোভিড-১৯ মহামারীর ফলে দীর্ঘদিন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী ড্রপআউট হয়েছে, বইপড়া থেকে ছিঁটকে পড়েছে, তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত ফেরানোর জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বইপড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করাসহ, র‌্যালি, বির্তক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ইত্যাদির আয়োজন করার জন্য পরামর্শ দেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের সকল কর্মকর্তাকে প্রশংসা করে বলেন, এমন সুন্দর উদ্যোগ গ্রহণের ফলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার সচেতনতা বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সকল কাজে সার্বিক সহযোগিতা করবেন এ মর্মে প্রতিশ্রুতি দেন এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :