গজারিয়ায় পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজের শ্রমিকের অপমৃত্যুর অভিযোগ

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০১ AM, ২৫ জুন ২০২১

গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আনারপুরা এলাকায় পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক শ্রমিকের অপমৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভিতরে নির্মাণাধীন ভবনে কর্মরত অবস্থায় এই ঘটনা ঘটে।নিহত শ্রমিক জাহিদুল ইসলাম (১৮) । সে ঝিনাইদহ জেলা মেহেরপুর উপজেলা মখুরানগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।গজারিয়া থানা এসআই মাইন উদ্দিন জানান নিহত শ্রমিকের সহকর্মীদের সাথে কথা বলে জানা যায় কর্মরত অবস্থায় ইলেকট্রিক শটে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় গজারিয়া থানায় অপমৃত্যু মামলা নেয়া হবে।

সরেজমিনে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যোগাযোগ করা হলে প্রবেশ গেটে নিরাপত্তাকর্মী সাংবাদিকদের প্রবেশাধিকার নেই বলে জানান । সাংবাদিক প্রবেশ গেটে অবস্থান কালে কোন শ্রমিকদেরকে বাহিরে বের হতে দেওয়া হয়নি ।পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান নিহত শ্রমিক আমাদের কম্পানির আওতাভুক্ত কর্মচারী না । কোম্পানির একটি নির্মাণাধীন ভবনের ঠিকাদারের লেবার শ্রমিক নিহত জাহিদুল ইসলাম । অপমৃত্যু এবং শ্রমিক নিরাপত্তা হীন অবস্থায় কাজ করার প্রসঙ্গে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে পলি ক্যাবল কর্মকর্তা জিএম আলমগীর হোসেনকে একাধিক ফোন করে পাওয়া যায়নি

আপনার মতামত লিখুন :