গজারিয়ায় নৌ ডাকাতি স্বর্ণালংকার লুট

গজারিয়া প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৪ AM, ০৬ অগাস্ট ২০২০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মনাইরকান্দি সংলগ্ন মেঘনা নদীতে নৌ ভ্রমণ করতে গিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একদল ভ্রমণপিয়াসী মানুষ নৌ ডাকাতের কবলে পড়েন।এ সময় ডাকাত দল রামদা দিয়ে কুপিয়ে সাইদুর রহমান, মমিন মিয়া,আনিসুর রহমান সিকদার ও তার স্ত্রী আবদুল হান্নান ও বিল্লাল মিয়াসহ কয়েক জনকে গুরুতর আহত করে স্বর্ণালংকার মােবাইল ফোন লুট করে নিয়ে যায়। আহতরা গজারিয়া উপজেলার পুরানবাউশিয়া গ্রামের বাসিন্দা।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাে . ইকবাল হােসেন জানান, নৌ ডাকাতির বিষয়টি কেউ থানায় জানাননি। নদী এলাকা সাধারণত নৌ পুলিশ দেখাশােনা করে বলেও জানান তিনি।গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ আবদুল হান্নান জানান , মেঘনা নদীর যে স্থানে ডাকাতি সংঘটিত হয়েছে , ওই জায়গাটি সােনারগাঁ উপজেলার বৈদ্যরবাজার নৌ ফাড়ির অন্তর্গত।

আপনার মতামত লিখুন :