গজারিয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গজারিয়া উপজেলায় আব্দুল মোনায়েম ইকোনমিক জোন লিমিটেড এর উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকালে ১১ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে বাউশিয়ার ফরাজিকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল মোনায়েম ইকোনমিক জোন লিমিটেড-এর প্রকল্প পরিচালক প্রকৌশলী জেএম ফেরদৌস, ডিজিএম কাজী শারাফাত হোসেন,উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃখোকন প্রধান,সমাজ সেবক মোঃ মমিনুল ইসলাম প্রধান,ইউঃপিঃসদস্য আল মামুন,মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ।
জানা যায় ফরাজিকান্দি,চরচাষী, চরবাউশিয়া,মধ্যমকান্দি,চরকুমারিয়া গ্রামের ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী খাদ্য বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ১০কেজি চাউল, ডাল, তৈল, লবন ও চিনি রয়েছে ।
এ সময় মোঃমিজানুর রহমান প্রধান চেয়ারম্যান বলেন,আব্দুল মোনায়েম ইকোনমিক জোন বাউশিয়া ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে আছে এবং থাকবে।আশা করি আব্দুল মোনায়েম ইকোনমিক জোনে বাউশিয়া ইউনিয়েনের মানুষের কর্মসংস্হান সৃষ্টি হবে,অনেক মানুষ কর্মক্ষম হবে দেশের বেকারত্ব দুর হবে।