গজারিয়ায় চেয়ারম্যান এর ব্যক্তি উদ্যোগে রাস্তা মেরামত

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৭ PM, ২৪ জুন ২০২১

গজারিয়ায় চরবাউশিয়া বড়কান্দি অতিবৃষ্টির কারণে একটি পাকা রাস্তা ভেঙে যায় খবরটি ফেসবুকে দেখার পর দেখার জন্য ছুটে আসেন বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান এবং জনগণকে আশ্বস্ত করেন খুব দ্রুত মেরামত করে দিবেন চলমান কয়েকদিনের মুষলধারে অনবরত বৃষ্টির কারণে বৃষ্টির পানি প্রবাহিত হয়ে চরবাউশিয়া বড়কান্দি গ্রামের এল,জি, ইডির পাকা রাস্তাটির উল্লেখযোগ্য কয়েকটি স্থানে বড় ধরনের ভাংগন হয়ে জান চলাচল গতকাল থেকে সম্পুর্ন ভাবে বন্ধ হয়ে যায়।

জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় বাউশিয়া ইউনিয়নের ও মানুষের জনবান্ধব ও সুযোগ্য চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান মহোদয় আজকে স্বশরীরে বড়কান্দি গ্রামে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভাবে জন দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে রাস্তাটির প্রধান তিনটি ক্ষতিগ্রস্ত স্থান-(১)সরকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন সৃষ্ট গর্ত,(২) উত্তর পাড়া হুমায়ুন এর বাড়ির সামনে সৃষ্ট গর্ত,(৩) ঈদগাহ সংলগ্ন হান্নান মেম্বার এর বাড়ির সামনে সৃষ্ট গর্ত।

দ্রুত রাস্তাটির মেরামত করে জান চলাচল স্বাভাবিক করতে নির্দেশনা প্রদান করেন, চেয়ারম্যান সাহেব এর নির্দেশে ইতিমধ্যে সরকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন সৃষ্ট গর্ত মেরামত প্রায় সম্পূর্ণ হয়ে গেছে,বাকি দুইটা ইনশাআল্লাহ আল্লাহ চায়তো আগামীকালের মধ্যে সম্পুর্ন ভাবে মেরামত করে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

আপনার মতামত লিখুন :