গজারিয়ায় গণহত্যা দিবসে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও শ্রুদ্ধা নিবেদন

Kazi Dipu
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৬ PM, ০৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক

৯ মে মঙ্গলবার ছিল মুন্সীগঞ্জের গজারিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে স্বাধীনতাবিরোধী স্থানীয় দালালদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী ফুলদী নদীর তীরের ১০টি গ্রামে তিন শতাধিক নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে। এ দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা ও দোয়া মাহফিল এবং গণকবরে পুষ্পস্তবক অর্পণ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গজারিয়া ইউনিয়ন শহীদ কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে গজারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো.আমিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহসহ প্রমুখ। পরে শহীদ পরিবারের দুস্থ সদস্যদের মাঝে বস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাস্কৃতিক সংগঠনের সদস্যরা গোসাইরচর গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া বিকেল ৩টার দিকে গজারিয়ার গোসাইরচর গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :