গজারিয়ায় ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে পশুর হাট শুরু

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫১ PM, ১৬ জুলাই ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে কোরবানির পশুর হাট শুরু হচ্ছে। ইজারাদাররা হাটের পশু ক্রয়-বিক্রয় পরিবেশ সম্পূর্ণ করেছে।

১৬ জুলাই শুক্রবার সরজমিনে দেখা যায় গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর ভবেরচর উচ্চ বিদ্যালয় মাঠে,কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন স্থায়ী কোরবানির পশুর হাট, এবং অস্থায়ী আরো চারটি হাট বসছে। অস্থায়ী হাটগুলোর মধ্যে শুক্রবার থেকে গজারিয়া পাইলট হাইস্কুল মাঠের হাট, গরু ছাগল ,ক্রয়-বিক্রয় শুরু হবে, এছারও একমাএ স্থায়ী পশুর হাট উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর হাট কলিমুল্লাহ কলেজ মাঠ সংলগ্ন হাটটি । শনিবার থেকে রসুলপুর অস্থায়ী কুরবানির পশুর হাট, বালুয়া কান্দি ইউনিয়ন রায়পাড়া মাঠে অস্থায়ী কুরবানির হাট, রবিবার থেকে ভাটেরচর বাজার হাই স্কুলে মাঠ সংলগ্ন,সহ ঈদের পূর্বদিন পর্যন্ত এই চারটি হাটে পাওয়া যাবে পছন্দ অনুযায়ী কুরবানীর পশু।
মহামারী করোনাভাইরাস এর কারণে প্রতিবছরের ন্যায় বেশি সময় পাওয়া যায় নাই। হাট মিলবে ১৬ তারিখ থেকে ২০ তারিখ কেবল মাত্র ৫ হতে ৬ দিন।

এবিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় চারটি অস্থায়ী কোরবানির হাট সহ স্থায়ী ভবেরচর উচ্চ বিদ্যালয় মাঠে হাট মিলবে আজ হতে ঈদের দিন পর্যন্ত পছন্দসই কোরবানির গরু ছাগল ক্রয়-বিক্রয় হবে স্থায়ী হাট ভবেরচরে। উপজেলা প্রশাসনের পশুর হাটে স্বাস্থ্য বিধি মেনে, মাষ্ক পরে, নিরাপদ দুরুত্ত বজায় রেখে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করার নির্দেশনা রয়েছে।

আপনার মতামত লিখুন :