গজারিয়ায় ইয়াবাসহ চার মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বিদ্রোন ভাটেরচর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক সহ গ্রেফতার করেন গজারিয়া থানা পুলিশ অত্র থানার এসআই/মোঃ ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ গজারিয়া থানাধীন টেঙ্গারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর সাকিনস্থ ভাটেরচর বাজারের আলমগীরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল শিকদার (৩০), পিতা-ইউনুছ শিকদার সাং-ঝারাখালী, থানা-তালতলী, জেলা-বরগুনা বর্তমান সাং- বিশদ্রোন ভাটেরচর (জালাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) থানা-গজারিয়া জেলা-মুন্সীগঞ্জ কে গ্রেফতার করেন
এ ব্যাপারে গজারিয়া থানা মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে পড়ে থাকে মুন্সিগঞ্জ জেলার হাজতে পাঠানো হয় জানা যায় তার বিরুদ্ধে গজারিয়া, ও মেঘনা থানায় চারটি মামলা রয়েছে যাহা বর্তমানে কোর্টে বিচার দিন রয়েছে।