খালেদা ও তারেক প্রার্থী হলেও নৌকার বিজয় নিশ্চিত করবো-ফয়সাল বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিলে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হলেও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করবো। সোমবার বিকেলে মুন্সীগঞ্জের চরাঞ্চলের চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাক্টর শেখ হাসিনা ও নৌকা প্রতীক। তাই লন্ডনে বসে ষড়যন্ত্র করছে পলাতক তারেক রহমান। এরই অংশ হিসেবে বিএনপির এক নেতা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাষ্টারের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্র লীগ সভাপতি সুরুজ মিয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমির হোসেন গাজী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রু ইসলাম খাজা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হামিদুর খালাসী, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বকাউল, পৌর ছাত্রলীগ সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সরকারি হরেগঙ্গা কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলমগীর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাশেম পীর, আধারা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রানি বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজল হক মেম্বার, সদর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সাইফুল ইসলাম খোকা, সমাজ সেবক ইকবাল মাদবর, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাসুদেব নাগ, আধারা ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন মাহমুদ, আধারা ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক সুমন বেপারী, দৈনিক রজত রেখা পত্রিকার সহ সম্পাদক আফসীন আমান আপন, আধারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাইম মাহমুদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম চোকদার, আধারা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।