কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি উধাও

রবিবার গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাজারের কোরবানির পশুর হাটে বেশির ভাগ ক্রেতা-বিক্রেতা মানছেন না স্বাস্থ্যবিধি।
রোববার দুপুরে সরজমিন গিয়ে দেখা যায়, কোরবানির পশুর হাটে আসা ক্রেতা বিক্রেতার অনেকেরই মুখে মাস্ক নেই। হাতে গোনা দু-একজনের মাস্ক থাকলেও বেশিরভাগই থুতনির নিচে।
এদিকে হাট কমিটির পক্ষ থেকে সচেতনতামূলক তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজারের ব্যবহার হাটের কোথাও দেখা যায়নি।
যেন করোনার সংক্রমণের কথা ভুলেই গেছেন সবাই।
এমন পরিস্থিতিতে করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকি বেড়ে যাওয়ার শঙ্কা করছেন সচেতন মহল।