কেয়ারগিভারস ইনস্টিটিউট অব শ্রীনগর-এর শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে কেয়ারগিভারস ইনস্টিটিউট অব শ্রীনগর এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা ১২টায় উপজেলার শ্রীনগর সরকারি কলেজ রোডের ফাতেমা টাওয়ারের নিচতলায় এর শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডাঃ বাসীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুরমরহমান জিঠু, শ্রীনগর উপজেলা সমাজসেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের সেক্রেটারি মেহেদী হাসান প্রধান, সিআইবি ফাউন্ডেশনের সেক্রেটারি (মার্কেটিং) ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক,কেয়ারগিভারস ইনস্টিটিউট অব শ্রীনগর এর সি.ই.ও হাফেজ মাওলানা মুফতি মামুন বিন আব্দুর রহমান, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব দোহার এর সি.ই.ও মুফতি আবুল কাশেম।
অনুষ্ঠান পরিচালনায় করেন মোঃ মোশাররফ হোসেন ঢালী ও ডাঃ আব্দুর রাজ্জাক।