কালো পাহাড় নিয়ে দর কষাকষি

গজারিয়ার ঐতিহ্যবাহী বৃহত্তর ভবেরচর গরুর হাটে সবচেয়ে বড় গরু কালা পাহাড়-নিয়ে দাম কষা কষি করছে আমাদের সময় পত্রিকার সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন।
আজ শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ভবেরচর হাই স্কুল মাঠে গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন স্থায়ীগরুর হাটে কালাপাহাড় নামে গরু, হাটর সর্বোচ্চ বড় গরু।
কালা পাহার মোটাতাজা করা প্রতিস্টান সিকদার এগ্রো ফার্ম
সিকদার এগ্রো ফার্ম সত্যাধীকারি আক্তারুজ্জামান সিকদার জানান কালো পাহাড় গরুর ওজন প্রায় ১৬ মন । আমি কালা পাহাড়ের দাম চেয়েছি ৫ লক্ষ টাকা, একাধিক গ্রাহক কালা পাহাড়ের দাম ৩ লক্ষ ৫০ হাজর টাকার উপরে হাঁকিয়েছেন ।
কালো পাহাড় নিয়ে সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন আক্তারুজ্জামান সাথে দর-কষাকষি করলে আক্তারুজ্জামান কালো পাহাড়ের দাম ৫ লক্ষ হাকেন। সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন বলেন এটি বাজারের সবচেয়ে বড় গরু আমার গরুটি পছন্দ হয়েছে একটু দাম কমালে আমি গরুটি কিনব। এই গরুটি সবার নজর কেরেছে।গরুটি বাজারের সবচেয়ে বড় গরু।
বাজার কমিটির সাথে কথা বললে ওনারা বলেন শুক্রবার ১৬ জুলাই থেকে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত কোরবানির হাট চালু থাকবে । এই বাজারে অনেক বড় বড় গরু উঠছে।তার মধ্যে কালো পাহাড় সবচেয়ে বড়। এখানে আসলি অনেক কম রেটে করা হয়। ক্রেতা ওবিক্রেতার সকল সুযোগ সুবিধা এই হাটে আছে।আপনারা সবাই আমন্ত্রিত।