করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদানের জন্য লৌহজংয়ের দুই শিক্ষককে সম্মাননা প্রদান

করোনাকালীন সময় প্রাথমিকে প্রথম লাইভ ক্লাস পাঠ দান কারী পেইজ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজ থেকে অনলাইনে পাঠ দিয়ে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষক যুক্ত থেকেছেন তাদের সম্মাননা দেওয়া হয়েছে ।গতকাল ঢাকা পিটিআই অডিটোরিয়াম থেকে ১৮০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক করোনাকালে পাঠদানে বিশেষ অবদান রাখার জন্য কাজী রুনা, মনিকা আক্তার সম্মাননায় ভূষিত হন।
কাজী রুনা মুন্সিগঞ্জের খবর কি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাসুদ ভূইয়া উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আবদুল কাদের মিয়া ইউ আর সি ইন্সট্রাক্টর নাদিরা আফরোজ সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব ফয়সাল আহমেদ ও সমস্ত শিক্ষক বৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা তারা সবসময় আমাদের পাশে থেকে সুন্দর পরামর্শ দিয়েছেন।
মনিকা আক্তার বলেন,শুধু পাঠদান নয় এর পাশাপাশি আরো বিভিন্ন শিক্ষামুলক কার্যক্রম ও করে থাকি এই পেইজে সাপ্তাহিক আয়োজন এসো মিলি প্রাণের স্পন্দনে সার্বিক সহযোগিতায় রয়েছি।