কমিউনিটি ক্লিনিক ও হাট-বাজারের মোবাইল কোর্টের জরিমানা

শনিবার হোসেন্দী, ভবেরচর, মধ্যম বাউসিয়া, বালুয়াকান্দি এলাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স না থাকায় এবং ভোক্তা অধিকার আইনে ০৮ টি মামলায় ৬৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরী ও জেলা প্রশাসন হতে আগত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশরাফুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রতিটি বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ১৫ দিনের মধ্যে সম্মানিত ব্যবসায়ীগণকে জেলা প্রশাসন মুন্সীগঞ্জ হতে লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। যেসকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই এবং অন্যন্য নিয়ম মানছেন না তাদেরকে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।