কবুতরখোলা বায়তুস সালেহ্ জামে মসজিদ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৫ PM, ১৮ মে ২০২১

রাঢ়িখালের ঐতিহ্যবাহী কবুতরখোলা গ্রামের, “বায়তুস সালেহ্ জামে মসজিদ”, এর এি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ ই মে ২০২১ ইং তারিখে, বাদ জহুর, রাঢ়িখাল ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার, শেখ মোঃ আবুল কালাম মিয়া, গ্রামের গন‍্যমান‍্য মুরব্বী, মসজিদের নিয়মিত মুসল্লী, এবং যুব সমাজের উপস্থিতিতে, আগামী তিন বছরের জন‍্য এ কমিটি গঠন করা হয়।

৬০ সদস্য বিশিষ্ট এই কমিটিতে, মোঃ জয়নাল আবেদন ভিস্তী কে সভাপতি, হাজী মোঃ হারুন অর রশিদ ভিস্তী কে সিনিয়র সহ-সভাপতি, এবং মোঃ দেলোয়ার হোসেন ভিস্তী, ও শেখ মোঃ কাইয়ুম মিয়া সহ মোট ৯ জনকে সহ-সভাপতি মন্ডলী; হাজী মোঃ মজিবর রহমান তোতা মিয়া কে সেক্রেটারি, মোঃ উম্মত আকন ও শেখ মোঃ মাসুদ কে জয়েন্ট সেক্রেটারি; শেখ মোঃ মাতিন কে ক‍্যাশিয়ার, মোঃ বাবুল ভিস্তী কে সহ-ক‍্যাশিয়ার; মোঃ নজরুল ইসলাম ভিস্তী কে দপ্তর সম্পাদক; মোঃ সৈকত খান কে প্রচার সম্পাদক; এবং মোঃ আজিজুর রহমান মিন্টু ভিস্তী, মোঃ হামিদুল ইসলাম ভিস্তী, শেখ মোঃ হাসান, আবু বক্কর সিদ্দিক তুহিন সহ মোট ৩০ জনকে কার্যকরী সদস্য নির্বাচন করে, চূড়ান্ত কমিটির সদস‍্যদের নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :