ওস্তাদ মোতালেব পাটোয়ারি ক্লেমন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে দুরন্ত ক্রিকেট ক্লাব ঢাকা বিজয়ী

মিরকাদিমে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে বৃহস্পতিবার বিকালে ওস্ততাদ মোতালেব পাটোয়ারি পঞ্চম ক্লেমন টি-২০ গোল্ডকাপে দুরন্ত ক্রিকেট ক্লাব ঢাকা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
এসময় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মো: জাহাঙ্গীর আলম, জাতীয় দলের সাবেক খেলোয়াড় শ্যামল, গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমির পরিচালক রনি খান চিতা ও সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি লেখক মাহবুব আলম জয় প্রমুখ।
এতে অপরাজিত থেকে ৮৩ রানে দুরন্ত টিমের তাউসিফ ম্যান অব দা ম্যাচ অর্জন করে।