এলাকার উন্নয়ন করে জনপ্রিয় হয়ে উঠছেন ষোলঘড়ের আজিজুল চেয়ারম্যান

শ্রীনগর উপজেলার ষোলঘড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আজিজুল ইসলাম জনসেবা , সমাজসেবা আর এলাকার উন্নয়ন করে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। তার জনপ্রিয়তা এখন এতটাই তুঙ্গে যে, নির্বাচনের এখনো অনেক সময় বাকী থাকলেও জনগন মরিয়া হয়ে উঠছে আবার তাকে চেয়ারম্যান বানানোর জন্য। সম্প্রতিকালে বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে , শুক্রবার এলেই ষোলঘড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত-শত লোক ভীড় জমায় চেয়ারম্যান বাড়িতে। তাদের দাবী একটাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজিজুল ইসলামকে তারা আবার চেয়ারম্যান বানাবে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এমন-ই একটি চিত্র লক্ষ করা গেল ভূইচিত্র চেয়ারম্যান ভিলায়। বিকেল সাড়ে ৩ টার দিকে ষোলঘড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কয়েক শত লোক বাদ্যবাজনা নিয়ে শ্লোগান দিতে দিতে ঢুকে পড়লো চেয়ারম্যান বাড়িতে। এর প্রায় আধাঘন্টা পরে ৯ নং ওয়ার্ডের যুবক ও মুরব্বিসহ দুই / তিন শত লোক বাদ্যবাজনা নিয়ে তারাও ঢুকে যায় ঐ একই বাড়িতে। সমবেত লোকজনের হৈ হুল্লোড় আর আনন্দ উৎসব দেখে মনে হলো যেন নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি।
আজিজুল চেয়ারম্যানের জনপ্রিয়তার উৎস কোথায় , জানতে চাইলে ইয়াসমিন আক্তার বলেন, এই চেয়ারম্যানের কাছে এলাকার যে কোন উন্নয়ন কাজের জন্য গেলে সরকারি টাকার অপেক্ষায় থাকেন না। নিজের পকেটের টাকা দিয়ে হলেও দ্রুত কাজ করে দেন।ষোলঘড় ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সহদেব ঘোষ বলেন , গরীব দুঃখী মানুষের জন্য আজিজুল ইসলাম একজন ফেরেস্তার মত লোক।
ফরিদা আক্তার চামেলি বলেন, যে কোন সমস্যা নিয়ে গেলে চেয়ারম্যান সাব কাউরে ফিরায়না। সাধ্যমত চেষ্টা করে। তাই জনগন এই দুঃসময়ের সাথীকে হারাতে চায় না। যাই হোক, পরিবেশ শান্ত হলে শুরু হয় আলোচনা সভা । ষোলঘড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজালালের সভাপতিত্তে বক্তব্য রাখেন মুন্সীগন্জ জেলা যুবলীগের সহসভাপতি স্বপন রায়, ষোলঘড় বাজার কমিটির সভাপতি মহাদেব সাহা, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব সামসুল আলম খোকন , আওয়ামীলীগ নেতা আশ্রাফ আলী, রফিকুল ইসলাম মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার ও মহিউদ্দিন মেম্বার প্রমুখ।