একটি হারানো বিজ্ঞপ্তি

গত ২০নভেম্বর শনিবার দুপুর থেকে বেদানা বেগম (৫০) নামের এক বাক প্রতিবন্ধি নারী নিখোঁজ হয়েছেন।হারানোর সময় তার গায়ে লাল ছাপা কালারের ছেলোয়ার কামিজ ছিলো।তার গায়ের রঙ শ্যামলা বর্নের।
সে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও আব্দুল মজিদ মৃধার মেয়ে।যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।সন্ধান দাতাকে উপযুক্ত পুরষ্কার দেয়া হবে।
এঘটনায় শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যাহার নং ৯৯০।
(মো. মহিউদ্দিন মৃধা: 01732768554,01731866340)