উৎসবমুখর পরিবেশে গজারিয়ায় বই বিতরণ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও মাদরাসায় উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে গজারিয়া সরকারি পাইলট হাই স্কুল প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন,শতভাগ শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়েই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম মহশিন চৌধুরী প্রমুখ।