উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : শ্রীনগর সরকারি কলেজে বিএ/বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত

শ্রীনগরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল-বিকাল দুই ধাপে স্ট্যাডি সেন্টার শ্রীনগর সরকারি কলেজে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
সমন্বয়কারী বিএ/বিএসএস প্রোগ্রাম শ্রীনগর সরকারি কলেজ টিউটোরিয়াল কেন্দ্র সূত্রে জানা যায়, গত ২৪সেপ্টেম্বর ২০২১ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরিক্ষা শুরু হয়েছে ও ৭ জানুয়ারি ২০২২ পরিক্ষা শেষ হবে।প্রতি শুক্র ও শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এতে নিয়মিত মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন। উপস্থিত ১০৩ জন। এর মধ্যে ছাত্র ৩৭ জন ও ছাত্রী ৬৬ জন। এছাড়া অনিয়মিত শিক্ষার্থী ২৩ জন। উপস্থিত ২০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ জন ও ছাত্রী ১২ জন।
শুক্রবার শ্রীনগর সরকারি কলেজে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন। এ সময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।