উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে জয়ী করতে হবে-ফয়সাল বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই তৃনমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সমর্থনে দল থেকে নৌকা প্রতীক মনোনয়ন পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে জয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজারে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
বাংলাবাজার ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত সূধী সমাবেশে বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন নান্নুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল কবির মাস্টার, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, শিলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।