ঈদ সামগ্রী তুলে দিলেন হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে কর্মহীন, অসহায়, হতদরিদ্র সংকটপীড়িত মানুষের মাঝে ধারাবাহিক ভাবে খাদ্য সহায়তা এবং ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন।
হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত আ. মজিদ বেপারীর ছেলে।
তিনি, গত দুইদিনে হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র ১২শ পরিবারের মুখে ঈদের হাসি এনে দিয়েছেন। চরম এই সংকটে খাদ্য সহায়তা ও ঈদ উপহার পেয়ে চোখে মুখে খুশির ঝিলিক ফুটেছে এসব সংকটে থাকা মানুষজনের।
শনিবার দুপুরে হোসেন্দী ইউনিয়নে নদীবেষ্টিত ভাটি বলাকী, টানবলাকী দুটি গ্রামে ইঞ্জিন চালিত ট্রলার যোগে গিয়ে
দুইশত পরিবারের মাঝে নগদঅর্থ ও ঈদ উপহার তুলে দেন তিনি।
নগদঅর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে
ভাটি বলাকী গ্রামের সমাজ সেবক উজ্জ্বল হোসেন হানিফ, খোকা খান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা,
সৈনিক লীগ হোসেন্দী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সৈকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার গোয়ালগাঁও, ইসমানিচর ও রঘুরচর গ্রামে তালিকাভুক্ত ১হাজার অসহায়-মেহনতি এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদঅর্থ ও ঈদ উপহার তুলে দেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল— পোলাওয়ের চাল, দুধ, চিনি, ডাল, পেয়াজ, সেমাই, ভোজ্যতেল ইত্যাদি।