আদালত খুলে দেয়ার দাবিতে মুন্সীগঞ্জের আইনজীবীদের মানববন্ধন

মো.নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ PM, ১০ জুন ২০২১

মুন্সীগঞ্জে আদালত খুলে দেয়ার দাবিতে  মুন্সীগঞ্জের আইনজীবীরা মানববন্ধন করেছে।আজ ১০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে আইনজীবী সমিতি সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, অ্যাডভোকেট আমান উল্লাহ্ প্রধান শাহিন, অ্যাডভোকেট মাসুদ আলম, সাবেক পিপি অ্যাডভোকেট মো. আশরাফ উল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মীর হাবিবুর রহমান, অ্যাডভোকেট ফারুক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল হালিম সরদার, অ্যাডভোকেট শাহ-আলম মানিক, অ্যাডভোকেট হুমায়ুন কবির শাহিন মিজি, অ্যাডভোকেট খান আতাউল রহমান হিরু, অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, অ্যাডভোকেট আরফান সরকার খোকন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন তুহিন, অ্যাডভোকেট জানে আলম আব্দুলাহ পাশা প্রিন্স, অ্যাডভোকেট রেক্সনা আক্তার লাকি, অ্যাডভোকেট এস.আর. রহমান মিলন, অ্যাডভোকেট নার্গিস আক্তার, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ্ অলি, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, অ্যাডভোকেট কামরুজ্জামান মুকুল, অ্যাডভোকেট মুন্নী আক্তার, অ্যাডভোকেট হাসান সাইদ রসি, অ্যাডভোকেট আল- আরাফ প্রমূখ।
মানববন্ধনটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল হাসান মৃধা।
বক্তারা এ সময় বলেন, বর্তমান সরকারের দেওয়া চলমান বিধিনিষেধ আগামী ১৬ জুন ২০২১ ইং শেষ হওয়ার পর পরবর্তীতে যাতে স্বাস্থ্যবিধি মেনে জেলার বিচার প্রার্থী জনগণ তাদের বিচার ও অধিকার আদায়ের লক্ষ্যে নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়। অন্যথায় উক্ত কর্মসূচী বাস্তবায়িত না হলে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি আজকের এই কর্মসূচী থেকে সিদ্ধান্ত নেয় যে, আগামী ১৭ জুন ২০২১ ইং থেকে পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে।
শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী এই মানববন্ধনে সাথে সকল আইনজীবীর একাত্বতা ঘোষণা করে আজকের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করেন।

আপনার মতামত লিখুন :