আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হতে চান -এতিম ছাইদুর

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৯ PM, ১০ অক্টোবর ২০২১

কর্মজীবনে হতে চান আইন-শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য। তারই মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের ছাইদুর। তিনি ইউনিয়ন পরিষদের তালিকায় একজন এতিম। মা-বাবার মৃত্যুর পর বড় হয়েছেন নানা নানির কাছে। জন্ম ৭ মার্চ ২০০২ সাল। ১ ভাই, ১ বোন তারা।

দের-বছর বয়সে ২০০৩ সালে তার বাবা জাকির হোসেন সড়ক দূর্ঘটনায় মার। যান। তখন ছোট একমাত্র বোন ছাবিনা ছিল মায়ের ৩ মাসের গর্ভে। জন্মের পর বাবা দেখেনি বোন ছাবিনা। পরের বছর ২০০৪ সালে মা শাহনাজ বেগমকে হারায় ছাইদুর৷ এতিম হয়ে পড়লে নানা মনির হোসেন প্রধানের কাঁধে পরে দুই নাতি-নাতনীর দেখাশোনার দায়িত্ব। এরপর কৃষক মনির হোসেন তাদের লালন পালন করেন৷

২০০৮ সালে নানা ইউনিয়নের বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাইদুরকে ভর্তি করান। শুরু হয় তার শিক্ষা জীবন৷ এরপর সেখান থেকে ২০১৩ সালে বাঘাইকান্দি কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। শুরু করেন হাই স্কুলের পাঠ দান। নানা-নানি বৃদ্ধ হওয়াতে তখন থেকেই লেখাপড়ার পাশাপাশি মামাদের সাথে কৃষি কাজ করে হাইস্কুলের গন্ডি পার করেন। ২০১৮ সালে এসএসসিতে জিপিএ-৩.০৬ পায় ছাইদুর। এসএসসি পরীক্ষা চলাকালীন একমাত্র ছোট বোন ছাবিনার বিয়ে হয়ে যায়। এরপর ছাইদুর গজারিয়া সরকারি কলেজে একাদ্বশ শ্রেণীতে ভর্তি হন৷ গত বছর করোনাকালীন জিপিএ-৩.৩৩ পেয়ে উর্ত্তীণ হন।

বাঘাইকান্দি গ্রামের সাত্তার প্রধান বলেন, ছাইদুর এখন এতিম। ওরা দুই ভাইবোন ছোট বেলায় বাবা-মাকে হারিয়েছে। এখন নানা-নানি বৃদ্ধ হয়ে যাওয়াতে থাকেন মামাদের কাছে। আত্নীয়- স্বজনরা ছোট বোন টারে বিয়ে দিয়েছেন। ও নানা মামাদের সাথে কাজ করে লেখাপড়া করছে। একটা চাকরি হলে সুখের মুখ দেখবে।

ইমামপুর ইউনিয়ন ৬ নং ইউপি সদস্য আব্দুল মান্নান দেওয়ান বলেন, আমি মনির প্রধানের নাতি ছাইদুরকে চিনি। এলাকায় ভালো পোলা। বাবা মা মারা গেছে। আমাগো গ্রামেই মানুষ হয়েছে। ও একটা ভালো কাজ হোক আল্লাহর কাছে দোয়া করি। নানা নানি বুড়া হইয়া গেছে মামারা আর কয়দিন পালবো।

আপালকালে ছাইদুর বলেন, বাবা-মার চেহারা ছবি দেখে চিনি। ছোট থাকতে তারা মারা গেছেন। আমরা দুই ভাই বোন এতিম। নানা নানির কাছে মানুষ হয়েছি। ছোট বোন ছাবিনার বিয়ে হয়ে গেছে। আরও বলেন, আমার লেখাপড়ার পিছনে নানা- নানি, মামাদের অনেক অবদান রয়েছে। আমার ইচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে জনগণের সেবক হতে চাই।

আপনার মতামত লিখুন :