অবৈধভাবে যাত্রী পারাপারের কারণে আবারও ১৮ ট্রলার জব্দ

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৫ PM, ১০ মে ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ অমান্য করে যাত্রী পারাপারের অভিযোগে আবারও ১৮ টি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ।

রবিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট, ঘাটের পার্শ্ববর্তী এলাকা ও পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে ১৮ টি ট্রলার জব্দ করা হয়। গতকাল শনিবারও একই অভিযোগে ৬ টি ট্রলার জব্দ করা হয়েছিল।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপারে এখন সম্পূর্ণ নিষেধ আছে। কিন্তু, যাত্রীরা অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে। বিধিনিষেধ উপেক্ষা করে ট্রলারে যাত্রী উঠানোর কারণে শিমুলিয়া ঘাট, কান্দিপাড়া ও মাওয়া মৎস আড়ত ও পদ্মা নদীর লৌহজং চ্যানেল থেকে ১৮টি ট্রলার জব্দ করা হয়। এসময় ১৮ জন ট্রলার চালকদের আটক করা হয়। যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা ট্রলার নৌপুলিশের হেফাজতে আছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কর্তৃপক্ষের নির্দেশে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবু, এলাকায় যাত্রীরা ভিড় করে পদ্মা পাড়ি দিতে। পরিস্থিতি সামলাতে রবিবার ভোর থেকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু, বিজিবি মোতায়েনের পরও শিমুলিয়া ঘাটে আসছে দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীরা। তবে, গত দুই দিনের তুলনায় চাপ কম।

আপনার মতামত লিখুন :