অনূর্ধ্ব -১৪ ক্রিকেট : গোপালগঞ্জকে হারিয়ে ফাইনালে মুন্সীগঞ্জ

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪২ PM, ১০ জানুয়ারী ২০২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ঢাকা বিভাগীয় দক্ষিণ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় শক্তিশালী গোপালগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠেছে মুন্সীগঞ্জ জেলা অনূর্ধ্ব ১৪ দল। আজ সোমবার (১০ জানুয়ারি) শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের টুর্নামেন্টে শক্তিশালী গোপালগঞ্জ জেলাকে চার উইকেটে পরাজিত করে মুন্সীগঞ্জ জেলা।

এই প্রতিযোগিতায় ঢাকা জেলাসহ ঢাকার দক্ষিণের আটটি জেলা অংশগ্রহণ করছে।

আজ শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গোপালগঞ্জ জেলা প্রথম ব্যাটিং করে ৩৭.২ ওভারে ১০উইকেট হারিয়ে ১০২ রান করে। জবাবে মুন্সীগঞ্জ জেলা ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করতে সক্ষম হয় ‌। এর মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলা ৪ উইকেটে জয় লাভ করে।

আগামী ১২ ই জানুয়ারি একই স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুন্সীগঞ্জ জেলা ফরিদপুর জেলা অনূর্ধ্ব -১৪ দলের সাথে প্রতিযোগিতা করবে। এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ অনূর্ধ্ব -১৪ দলের কোর্স মাকসুদ আহমেদ।

আপনার মতামত লিখুন :