অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়কে বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দীপক কুমার রায়কে বিদায় সংবর্ধনা জানিয়েছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ (৮ আগষ্ট) রোববার সন্ধ্যা সাড়ে ৭ দিকে জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও দৈনিক রজত রেখা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকিরের সঞ্চালনায় আলোচনা করেন – সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ সংগীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি, জেলা পরিষদ সদস্য মোর্শেদা বেগম লিপি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল,চারুকলা সংস্হার সভাপতি ও সাবেক প্রেসক্লাবের সভাপতি আরিফ উল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট মনিরুজ্জামান কনক, নাট্যকার ও সংগীত শিল্পী শিশির রহমান, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, নাট্যকার ও অভিনেতা হুমায়ুন ফরিদ, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন,সেতু বন্ধনের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাংবাদিক ও সংগীতশিল্পী সোনিয়া হাবিব লাবনী, নৃত্যশিল্পী সুমি আক্তার ও নূরুন্নবী মুন্না,তমাল তরঙ্গের সভাপতি শরীফ মাহমুদ ও থিয়েটার সার্কেল সাধারণ সম্পাদক সুদীপ দাস দ্বীপ ও কবি অনু ইসলামসহ অন্যান সাংস্কৃতিক সদস্য।
করোনা সংক্রমণের জন্য অনুষ্ঠানটি ছোট ও সংক্ষিপ্ত আকারে করা হয়। আলোচনা সভা শেষে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সংগঠন ফুলের শুভেচ্ছাসহ বিদায় সংবর্ধনা জানান।