সাংবাদিক নাদিম আহমেদের মৃত্যুতে আওয়ার নারায়ণগঞ্জ পরিবারের শোক প্রকাশ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে ০৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিদগ্ধের ঘটনায় নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক নাদিম আহমেদ(৪৫) এর মৃত্যুতে আওয়ার নারায়ণগঞ্জ পরিবার শোকাহত।
নাদিম আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আওয়ার নারায়ণগঞ্জ ২৪ ডট কমের প্রধান উপদেষ্টা মোঃ সাইদুল ইসলাম সাগর ও আওয়ার নারায়ণগঞ্জ ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক মোঃ মামুনুর রশীদ মুন্না, সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেের বার্ন ইউনিটে চিকিৎসাধীণ অবস্থায় শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক নাদিম আহমেদ(৪৫)।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিক নাদিমের ভাই হেলাল গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত ১০ টা ২০ মিনিটে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান। তার লাশ আনার প্রক্রিয়া চলছে।প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়কালে বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা প্রায় অর্ধশত মুসল্লি গুরুতর দগ্ধ হন। দগ্ধদের কাতারে ফটো সাংবাদিক নাদিমও ছিল। পরে স্থানীয়রা নাদিম সহ ৩৭ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তথা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ১০ টা পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়। তার মধ্যে ফটো সাংবাদিক নাদিম একজন।