লৌহজংয়ে বালুর বস্তা ফেলে সড়ক রক্ষার চেষ্টা

লৌহজংয়ে বন্যার পানি কমতে শুরু করেছে। এখনো উপজেলার ১০ টি ইউনিয়নের সবকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত আছে। বন্যার পানি কমার কারণে গ্রামের ভিতরের রাস্তা গুলো ভেঙ্গে যাচ্ছে।
মাওয়া মুন্সিগঞ্জ প্রধান সড়কে এখনো হাটু পর্যন্ত পানি। উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজার সংলগ্ন সড়কটিতে বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিলে স্থানীয় মেম্বার মোঃ শফিকুর রশিদ চৌধুরী পলাশ বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন বৌলতলী ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটে ছোট ছোট ভাঙ্গন দেখা গেছে ।
সড়কগুলোর মাঝে বড় বড় গর্ত দেখা যায়, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় আকারের গর্ত হয়ে যাবে। বাস, রিক্সা অটোরিক্সা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এতে করে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।