অরণ্য মুকুল এর কবিতা | ইচ্ছেগুলো অনামিকা

ইচ্ছে করে- ইচ্ছে করে- ইচ্ছে করে- ইচ্ছে করে- ইচ্ছে করে-
কবি পরিচিতি অরণ্য মুকুল। ছাত্রজীবন থেকেই কবিতা লিখতে ভালবাসেন। তার লেখা কবিতার সংখ্যা খুব বেশি না হলেও, হাতে গোনা- বলা যাবে না। অরণ্য মুকুলের ভাল নাম মোঃ আতিকুর বিশ্বাস মুকুল। পেশায় একজন পুলিশ কর্মকর্তা। আদিবাড়ি মানিকগঞ্জে, তবে শৈশব, কৈশোর আর তারুণ্যের সবটুকু সময় কেটেছে ঢাকার মিরপুরে। স্ত্রী আর একমাত্র ছেলেকে নিয়ে তিনি বর্তমানে থাকছেন কুমিল্লায়। |